আমি আলমগীর হোসেন, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আমার বাস। পেশাগত জীবনে একজন ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে কৃষি সম্প্রসারণ আধদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা। কৃষিক্ষেত্র আমার পেশা। অনলাইন জগৎ আমার কাছে নেশার মত। ওয়েব ডেভলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং আমার বড় ভাল লাগে। সে নেশার কারনে আমার সামান্য জ্ঞান দিয়ে নিজ হাতে এ সাইটটি তৈরি করেছি। কর্মক্ষেত্রে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান করা আমার পেশা। আর তাই কৃষি তথ্য সেবা ভিত্তিক ওয়েবসাইটটি খুব আগ্রহ সহকারে তৈরি করেছি। আমার বিশ্বাস কৃষি তথ্য সহজলভ্য করতে সবার কাছে সহযোগীতা পাব।
আমার সাথে যোগাযোগ :
আমার মেইল: alamulipur@gmail.com
মোবাইল :01710138738.
এই ওয়েবসাইটের কোনো লেখা পুরোপুরি বা আংশিক নকল করে অন্য কোথাও প্রকাশ/প্রিন্ট করা সম্পূর্ণ বেআইনি। তবে অব্যবসায়িক উদ্দেশ্যে কোন প্রকার অনুমুতি ছাড়াই কন্টেনসমূহ ব্যবহার করা যাবে। সূত্রসহ সম্পূর্ণ লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে।
Designed & Developed by Alamgir Hossain